নাচোলে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাচোল বার্তা নিউজ ডেস্ক রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নাচোল উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি ও কলেজ শাখার আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নাচোল পৌরসভার মুন্সি হজরত আলী উচ্চ বিদ্যালয় রেলওয়ে স্টেশন মাঠে ছাত্র নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,চাঁপাই নবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের সভাপতি ইউসুফ আলী রাজা প্রমূখ। এছাড়া বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা মাইনুল ইসলাম ও মাসুদ রানা।