নাচোল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নাচোল ইসলামী হোটেলে নাচোল প্রেস ক্লাবের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অলিউল হক ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক সানশাইনের উপসম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের উপদেষ্ঠা প্রবীণ সংবাদকর্মী আমিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, ইত্তেফাক এর নাচোল প্রতিনিধি হাসানুজ্জামান ডালিম, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের নাচোল প্রতিনিধি জোহরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ নাসিম আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্রের নাচোল প্রতিনিধি সোহেল রানা, নাচোল প্রেসক্লাব এর সহসভাপতি জাকিরুল হাসান পলাশ, অর্থসম্পাদক হাবিবুল্লাহ সিপন, সাংগঠনিক সম্পাদক শ্যামল বর্মন ,সদস্য আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।