নাচোলে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার নিলুফা সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান,মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, নাচোল থানার প্রতিনিধি এস,আই আলমগীর, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা উপজেলা আইসিটি অফিসার সোহেল রানাসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।