কবি:সামসুন নাহার
লড়াই লড়াই লড়াই করে
মুসলিম, উপজাতি,
জনস্বার্থে বুলেট,বোমায়
পাতে বুকের ছাতি।
অবৈধ হুকুম তালিম নিল
কোন সে নরের জাত ?
বাচ্চার শিরে মার্লো গুলি
কাঁপল নারে হাত ?
অগ্নি দিয়ে জ্বালিয়ে দিল
আত্মা গেলো স্বর্গে,
কত-শত মা’র আহাজারি
হাসপাতালের মর্গে।
যুবকের দল অস্ত্র ছাড়াই
দেশের জন্য লড়ে,
রাজপথ আর অলিগলি
বুকের রক্ত ছড়ে।
পুড়িয়ে মারবে লক্ষ্য করে
ছুড়ল গরম জল,
মেরে ধরে দমানো যায়নি
বাংলার জনবল।
কাঁদালো মনুষ্যত্বের হৃদয়
লাখো লাশের দেহ,
গণ-দাফন দিলরে পাষাণ
কাফন দেয়নি কেহ।
রক্তে ভেজা আঁচলে মা-ও
ঢাকল পুতের লাশ,
তরুণ পিসে হাসতে ওদের
জাগলো অভিলাষ।
হাল ছাড়েনি দামাল দল
মানেনি পরাজয়,
উল্লাসে ঠিক রাজার পথে
ঢেলেছে বিজয়।
খ্যাপা হস্তে ছিঁড়ল দেশের
রক্তে মোড়া মলাট,
তবু রক্তিম সিঁদুরে রঙিন
বাংলাদেশের ললাট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।