কবি:সামসুন নাহার
তোমরা যে নিশান দেখো
শুধুই নিশান নয়,
এ-যে ক্ষতবিক্ষত দেহের
রক্তের পরিচয়।
ইতিহাসেই খোঁজ রেখো
শহীদ ব্যাক্তিদের,
মহান জ্ঞানীগুণী আরও
লক্ষ্য মনিষীদের।
কামায়,কুমার,মুসলিম ও
হিন্দু তাঁতির হাত,
পাকিস্তানি বাহিনীর সাথে
করেছে প্রতিবাদ।
শহীদের রক্তরের বদলে
সবুজ মৃত্তিকা,
সেই রক্ত সবুজে আঁকা
লালসবুজ পতাকা।
অসংখ্য মা’ পায়নি খুঁজে
প্রাণপ্রিয় সন্তান,
বোন পাইয়নি ভাই ওদের
গোরে চিরস্থান।
ভালোবাস নিশান আরও
স্ব-সম্মান করো,
আকাশে বাতাসে উড়াও
শক্ত মুঠোয় ধরো।
ভূমির জন্য যুদ্ধ করেছে
এই প্রথম ও শেষ,
মনপ্রাণে উচ্চস্বরে বলো
আমার বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।