নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ছাত্র সমাজের ব্যানারে নাচোল ডাকবাংলো থেকে বিভিন্ন বিক্ষোভ স্লোগানে মুখরিত হয়ে বিক্ষোভ র্যালি শেষে পৌর যাত্রী ছাউনীর সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান,নাচোল এশিয়ান স্কুলে অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোস্তফা কামাল,চাঁপাইনবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খাদিজা খাতুন মিম,নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান মুন্নি,তাবাসসুম জামান,আশিকা খাতুন,নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সহ অন্যান্যরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন - অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া সারাদেশে সকল নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।