কবি:সামসুন নাহার
পরিচয় দিয়ে বাংলা ভাষা,
মিটিয়েছি মনের সম আশা।
তুমি মিসেছো সকল প্রাণে,
আছো গেঁথে গানে গানে।
তোমার স্বরে বাজিয়ে বেনু,
রাখাল মাঠে চরায় ধেনু।
গানের সুরে কৃষক মাঠে,
ধানের আঁটির বাঁধন আঁটে।
গাছের ছায়ে গামছা পেতে,
ক্লান্তি সারে গল্পে মেতে।
ছড়িয়ে আছো বিশ্ব লয়ে,
মোহিত মা তোমার জয়ে।
সন্তানের দান মা'য়ের সুখে,
বর্ণমালা রেখেছে বুকে।
ধরায় তোমার ছড়াছড়ি,
প্রিয় ভাষায় বই পড়ি।
চমৎকার বাংলা ভাষা,
মুগ্ধ নিখিল সুদ্ধ খাসা।