নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ (রবিবার)বেলা ১১টায় বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে বিশাল হোটেল, ইসলামী হোটেল ও রাজফুড ক্যাসেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা ও নাচোল মধ্যবাজারে আরো দুটি অস্থায়ী ছোট খাবারের দোকানকে ১ হাজার ৫"শ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ফাতেমা বেগম, ভূমি অফিসের নাজির কাম ক্যশিয়ার সাজেদুল আলম হিমেল ও নাচোল থানা পুলিশের এসআই আবুল কালাম সঙ্গীও ফোর্স সহ উপস্থিত ছিলেন।
ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া জানান।