নাচোল বার্তা ডেস্ক:
নাচোল উপজেলাসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল ভাই বোনদের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নাচোল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক দুরুল হুদা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা । তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আছেন। এছাড়া তিনি আগামীতে নাচোল উপজেলা চেয়ারম্যান প্রত্যাশী।
তিনি সর্বস্তরের জনসাধারণ সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিচিতি জন শুভাকাঙ্ক্ষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নাচোল বার্তাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়, দুরুল হুদা বলেন- নতুন বছর সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বের প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায় উৎপীড়ন ,নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ-বিগ্রহ ও অমানবিকতার সহ সব ধরনের দমনমূলক নৃশংসতা – নববর্ষের শুরুতে আমি এই কামনা করছি।
নববর্ষ সকলের মাঝে জাগায় প্রানের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ দুঃখ বেদনা পিছনে ফেলে নতুন বছরে অমিয় সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক।
পুরাতন বছরের দুঃখ হতাশা ভুলে আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ- শান্তি স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।