ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে জোড়া খুনের ঘটনায় মিথ্যা মামলায় রাকিবকে জড়ানোর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল মল্লিকপুরে জোড়া খুনের ঘটনায় মিথ্যা মামলার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। আজ শুক্রবার স্বজন ও এলাকাবাসীর আয়োজনে মল্লিকপুর মোল্লা ফিলিং স্টেশন এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আটককৃত আসামি রাকিবের বাবা আহসান হাবিব, স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তা, বড় ভাই বাইরুল ইসলাম, সাবেক ছাত্রদল রাজশাহী মহানগর শাখার সদস্য আল আমিন, ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম , রহনপুর হাজী রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ কবির সুমন, ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইসমে আজমসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে মল্লিকপুর জিয়া স্মৃতি সংঘের আয়োজনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের পাশে খোলসি গ্রামের ইজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২ ) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান (১৩) খুন হয়।। নিহত মাসুদের পিতা এজাবুল হক  ১৮ ডিসেম্বর রাতে ওই ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গত ২৩ ডিসেম্বর রাতে মল্লিকপুর গ্রামের আহসান হাবীবের ছেলে আব্দুর রাকিবকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নাচোল থানা পুলিশ।

বক্তারা বলেন -পুলিশ প্রভাবিত হয়ে মিথ্যা মামলা দিয়ে আব্দুর রাকিবকে জেল হাজতে পাঠানো হয়েছে। সে কখনো অন্যায়ের সাথে ছিলেন না। উক্ত মামলায় যেন কোন নিরীহ নিরপরাধ মানুষ  গ্রেপ্তার না হয়। আগামী এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করা হবে বলে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: