নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে জানা গেছে। এলাকার সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কসবা ইউপি"র কসবা গ্রামের মাদকাসক্ত স্বামী একরামুল হকের(৬০)সাথে তাঁর দ্বিতীয় স্ত্রীর পারিবারিক কলহের জেরে দ্বন্দ বাধে, পরে স্ত্রী সাজন বিবি (৫৫)কে আসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দিলে গ্রামবাসী ও সাজন বিবির আগের স্বামীর সন্তানরা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রের্ফার করে।পরে রাজশাহী মেডিকেলে তার মূত্যৃ ঘটে।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মুনিরুল ইসলাম জানান,আমরা খবর পেয়েছি, টহল টিম সেখানে গেছে,কে বা কাহারা মেরেছে পরে জানাতে পারব।